ওয়েলফেয়ার এসোসিয়েশন

হযরত সৈয়দ বশারত আলী রহ. ওয়েলফেয়ার এসোসিয়েশন

(সরকার নিবন্ধিত)
(গ্রাম : ভাড়েরা, ডাকঘর: তাজপুর, উপজেলা: ওসমানীনগর, জেলা: সিলেট)

হযরত শাহজালালের (র:) স্মৃতিধন্য সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন এলাকাধীন ভাড়েরা গ্রামে স্বনামধন্য ‘পীরবাড়ি’ শরিয়তপন্থী আধ্যাত্নিক সাধক , পীর-আওলিয়াদের জন্মস্থান হিসেবে বৃহত্তর সিলেট অঞ্চলে অত্যন্ত সূ-পরিচিত। আধ্যাত্ন মহিমায় সমুজ্জল সাধক, ঐশী প্রেমে বুঁদ হয়ে থাকা খোদাপ্রেমিক, দেহজ ও আত্নিক বৈকল্য নিরাময় প্রত্যাশী লোকজন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আধ্যাত্ন পিপাসু জনতা ভিড় জমান এই পীরবাড়িতে।

হযরত শাজালালের সফরসঙ্গী অন্যতম আউলিয়া হযরত সৈয়দ কুতুবউদ্দিনের (র:) অধ:স্থন সৈয়দ ছিদ্দেক আলী (র:), সৈয়দ ছিফত আলী (র:), সৈয়দ উমেদ আলী (র:), সৈয়দ আজগর আলী,(র:), সৈয়দ ইসমাইল আলী (র:), সৈয়দ ছদাকত আলী (র:), সৈয়দ সফাকত আলী (র:), সৈয়দ বশারত আলী (র:), , সৈয়দ আনছার আহমদ (র) ও সৈয়দ মোস্তাক আহমদ (র:) গং আওলিয়াদের জন্মস্মৃতি বিজড়িত এ বাড়ির প্রয়াত আওলিয়া, বিখ্যাত আধ্যাত্নিক চিকিৎসক হযরত সৈয়দ বশারত আলীর (র) নামে, তাঁরই সূযোগ্য উত্তরসূরী সৈয়দ এমদাদুল হক, সৈয়দ এনামূল হক গং দের প্রচেষ্টায় গঠন করা হয় ‘ হযরত সৈয়দ বশারত আলী (র:) ওয়েলফেয়ার এসোসিয়েশন।’

সমগ্র সিলেট জেলাব্যাপি বিস্তৃত কর্মক্ষেত্র নিয়ে গঠিত কল্যাণ ট্রাষ্টটি সমাজ উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিষ্টালাভ করেছে। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্টা ও সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি, বৃত্তিমূলক কর্মকান্ডে উদ্ভূদ্ধকরণ, জনসচেতনতামূলক কর্মকাণ্ড, মানবিক সেবাদান প্রভৃতির উদ্যোগ গ্রহণ, বাস্তবায়ন এবং সরকারের গৃহীত সার্বিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সংগঠনটি দৃঢ়প্রতিজ্ঞ।

কূ-সংস্কার বিবর্জিত ধর্মচর্চা ও সমাজসেবা এই পরিবারের ঐতিহ্যের অংশ।

দলমত নির্বিশেষে, সমাজের কল্যাণকামী ও সমাজহিতৈশী উদারহস্থ ব্যক্তিবৃন্দকে আহবান জানানো যাচ্ছে, আসুন আমরা সবাই মিলে ট্রাষ্টটিকে সক্ষম ও কর্মচঞ্চল কল্যাণ প্রতিষ্টানে রূপ দেই।