চৌধুরী রিনা বেগম এতিমখানা

চৌধুরী রীনা বেগম এতিমখানা
(সরকার নিবন্ধিত)
গ্রাম: ভাড়েরা, ডাকঘর: তাজপুর, উপজেলা: ওসমানীনগর, জেলা: সিলেট।

সিলেট জেলার ৬নং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের ঐতিহ্যবাহী ‘পীরবাড়ি’ গোটা সিলেট অঞ্চলে শরীয়তপন্থী, সুস্থ ধারার আধ্যাত্ন সাধনা, আধ্যাত্নিক চিকিৎসা, ধর্মপ্রচার, ধর্মীয় শিক্ষালয় প্রতিষ্টা ও সুস্থ ধর্মীয় সংস্কৃতি চর্চার চারণক্ষেত্র হিসেবে পরিচিত।

আর্ত-মানবতার সেবা করার ঐকান্তিক বাসনায় ওখানে গড়ে তোলা হয়েছে ‘চৌধুরী রীনা বেগম এতিমখানা।’

প্রয়াত আওলিয়া সৈয়দ আনছার আহমদ রহ. সাহেবের মহিয়সী সহধর্মিনী প্রয়াত চৌধুরী রীনা বেগমের সন্তানরা তাঁর নামে গড়ে তুলেছেন এতিমখানাটি। সিলেট জেলা অঞ্চলের অনাথ-এতিম শিশুদের পারিবারিক পরিবেশে লালন-পালন, শিক্ষাদান ও জীবন পরিচালনায় কর্মদক্ষ সুনাগরিক হিসেবে করে গড়ে তোলার জন্য যা কিছু করার প্রয়োজন তা করছে এই প্রতিষ্টান। এছাড়াও নানামুখি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্টীয় কর্মসূচী পালন করে কল্যাণকর সামাজিক আবহ সৃষ্টি করতে তৎপরতা চালাচ্ছে।

সরকার নিবন্ধিত এ প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও উন্নতিকল্পে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে উদার চিত্তে এগিয়ে আসি।