সৈয়দ মোস্তাক আহমদ (মানিক মিয়া)

হযরত সৈয়দ মোস্তাক আহমদ রহ. ওরফে মানিক মিয়া। তিনি দ্বার পরিগ্রহ করেননি, মজুফ ছিলেন। তার গাত্র বর্ণ অত্যন্ত উজ্জ্বল ছিল বলে তার ভক্ত অনূরক্তরা তাকে লাল পীরসাব নামে ডাকতেন। ভাড়েরা পীর বাড়ীর এ প্রজন্মে তিনি ছিলেন এক কৃতি সাধক পুরুষ। অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। পাকা ঘরে বসবাস করতেন না দরগাহর পাশাপাশি একটি খড়ের নির্মিত ঘরে তিনি বসবাস করতেন। তার ভক্ত মুরিদানদের সংখ্যা ছিল প্রচুর। মুরিদানদের সাদর আমন্ত্রণে তিনি চার বার যুক্তরাজ্য সফর করেন। এই সাধক পুরুষ নয়বার হজ্বব্রত পালন করেন। তার সম্পর্কে ও প্রচুর অলৌকিক কর্মকান্ডের জনশ্রুতি রয়েছে। এই অকৃতদার খোদা প্রেমিক সাধক পুরুষ ২০০৪ সালের ১৯ শে মার্চ শুক্রবার সকালে ইন্তেকাল করেন।