ভাদ্র মাসের এক রোদে রোদেলা দুপুর। দয়ামীরের আতাউল্লাহ গ্রামের জমির আলী নামক এক যুবক নৌকা নিয়ে গেছেন দয়ামীর গ্রামের পশ্চিমের লেংগুরা হায়রে ঘাস কাটতে। গরুকে খাওয়ানোর জন্য জলজ ঘাস কেটে নৌকাতে করে তিনি বাড়ীতে নিয়ে আসছেন, হঠাৎ তার নজরে এলো হাওর দিয়ে দয়ামীর বাজার অভিমুখে একটি যাত্রীবাহী নৌকা আসছে। নৌকার মধ্যেই ভাড়েরার পীর সৈয়দ বসারত আলী সাহেব। তিনি অপ্রকৃতিস্হের মতো অপ্রাসঙ্গিক কথা-বার্তা বলেছেন অনবরত। জমির আলী বিরক্তি প্রকাশ করলেন পীর সাহেবের অবস্হা দেখে। স্বগতোক্তি করলেন ”ই কি জাতর পীর বলে। ততক্ষণে তাদের নৌকা গুলো দয়ামীর -দয়ালং খালে এসে পড়েছে। খালটি খুব গভীর ছিল। বলা নেই, কওয়া নেই, বাতাস-ঢেউ কিছু নেই হঠাৎ জমির আলীর নৌকাখানা পানিতে তলিয়ে গেলো। আতঙ্কিত জমির আলী টের পেলেন পীর সাহেবের প্রতি তাচ্ছিল্য করায় তিনি যে প্রতিফল পেলেন।
|