বিশেষ লেখা

পানিতে নিমজ্জিত মহিলার আধ্যাত্মিক চিকিৎসা

22, Sep, 2021

পানিতে নিমজ্জিত মহিলার আধ্যাত্মিক চিকিৎসা

এক ধার্মিক মহিলা। বয়স আনুমানিক ৬৫ বৎসর। গ্রাম: দৌলতপুর, ৯নং দয়ামির ইউনিয়নের, থানা : ওসমানিনগর, সম্ভ্রান্ত পরিবারের প্রবীনা এই ভদ্র মহিলাসহ এ বাড়ীর লোকজন গোড়া থেকেই ভাড়েরা পীরবাড়ীর ভক্ত মুরিদান। ভদ্র মহিলা তাঁর বৈবাহিক জীবনের শুরুতেই এক দুর্ঘটনার স্বীকার হন। তখনো তাঁর সন্তানাদি জন্ম নেননি।তখনকার দিনের প্রচলিত নিয়মানুসারে মহিলারা মহিলারা পুকুর থেকে কলসীতে করে পানি তোলে আনতেন পান করা অথবা রান্ন ঘরের প্রোয়জন সারার জন্য। একদিন তিনি একা জান পুকুর থেকে পানি তোলার জন্য কাখে তাঁর কাসার কলসি। যেই মাত্র পুকুরে নেমে কলসি ডিজিয়েছেন পানিতে অমনি টের পেলেন অদৃশ্য কে যেনো টানছে গভীর পানির দিকে। তিনি ডুবে গেলেন।

হশ ফিরে এলে জানতে পারলেন তিনি নিমজ্জিত হয়েছিলেন পানিতে এবং ভাড়েরা থেকে পীর সৈয়দ বসারত আলী সাহেবকে আনা হলে তিনি তাকে উদ্ধার করেন। এবং আজ সাতদিন হয়েছে তার পরিচর্যা ও আধ্যাত্মিক চিকিৎসা চলছে। ভদ্র মহিলা জানালেন তাঁর দু’বাহতে তাবিজ পীর সাহেব কতৃক দেয়া হয়েছে এবং আজীবন এই তাবিজ গুলো সাথে রাখার স্বার্থে অস্ত্রোপচার করে করে এগুলো তাঁর শরীরের উপরোক্ত স্হান গুলোতে মাংসের ভিতরে স্হাপন করা হয়েছে। এবং এগুলো এখনো বিদ্যমান রয়েছে।