ভাড়েরা পীরবাড়ি

ভাড়েরা পীরবাড়ি : মৌলভীবাজার জেলার রাজনগর থানায় অবস্থিত বিখ্যাত কমলারাণীর দিঘীরপাড়ে শায়িত ৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ কুতুব উদ্দিন রহ. এক অধঃস্তন সাধক পুরুষ সৈয়দ ছিদ্দেক আলী রহ. চলে আসেন ভাড়েরা এলাকায়। গ্রামের পশ্চিম-উত্তর প্রান্ত ঘেঁষে গভীর জলাভূমি যুগীবিলের পাড়ে ঘন জঙ্গলে আবৃত হিংস্র বন্যপ্রাণীর আস্তানা চরভুমিতে বসতি গড়ার সিদ্ধান্ত নেন। আধ্যাত্মিক বলে বলিয়ান সৈয়দ ছিদ্দেক আলী রহঃ প্রতিকূল পরিবেশে এখানেই আস্তানা গাড়েন। কালক্রমে এ বাড়ীর পীরবাড়ি নামে খ্যাতিলাভ করে।

মাজার হযরত সৈয়দ ছিদ্দেক আলী রহঃ ভাড়েরা পীরবাড়ীর গোড়াপত্তনকারী সাধক পুরুষ।
হযরত সৈয়দ ছিফত আলী রহঃ সাধক পুরুষ, আধ্যাত্মিক চিকিৎসক। একবার হজ্ব থেকে ফেরার সময় ‘হাড়কুছিয়ালা’ নামক একটি গাছের চারা সাথে নিয়ে আসেন যা এ দেশে আর কোথাও নেই।  তিনি ইয়েমেন থেকে কটি জীবন্ত পাথর ও নিয়ে আসেন, যেগুলো এখনো মাজারে সংরক্ষিত আছে। পীরবাড়ীরতে শত শত মানসিক ব্যাধিগ্রস্ত লোক আসেন চিকিৎসার জন্য এবং সুস্থ হয়ে ফিরে যান। মরমি গীতিকাররা ভাড়েরা পীরবাড়ী নিয়ে গান লিখেন।
ও ভাই কি বলিব রে ভাড়েরার কারবার
দেখে যারা দেখত চায় ফিরিয়া আরবার

হযরত সৈয়দ উমেদ আলী রহঃ মাজার ভাড়েরা পীর বাড়ীতে। উচ্চ শ্রেণীর সাধক ছিলেন, হযরত সৈয়দ আজগর আলী রহঃ আধ্যাত্মিক সাধক,   হযরত সৈয়দ ইসমাইল আলী রহঃ মাজার পীর বাড়ীতে। (তথ্য- ব্যক্তিত্ব কলামে), হযরত সৈয়দ ছদাকত আলী রহঃ (বড়সাহেব) মাজার ভাড়েরা পীর বাড়ীতে, খ্যাতিমান আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা শফাকত আলী রহঃ (মাইজম সাহেব), মাজার পীরবাড়ীতে আলেম আধ্যাত্ম সাধক কুতবে আলম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহঃ খলিফা ছিলেন। হযরত সৈয়দ বসারত আলী রহঃ (ছোট সাহেব), মাজার পীরবাড়ীতে আলেম, আধ্যাত্মিক সাধক, আধ্যাত্মিক চিকিৎসক, জনপ্রতিনিধি, সমাজসেবক, উনি ও মদনী সাহেবের খলিফা ছিলেন। সৈয়দ আনছার আহমদ রহঃ মাজার পীরবাড়ীতে, হযরত সৈয়দ মোস্তাক আহমদ রহঃ মজুপ সাধক, গাত্রবর্ণ অত্যন্ত উজ্জ্বল থাকার কারনে তাকে লাল পীর সাহেব বলে ডাকা হতো। তিনি একটি খড়ের ঘড়ে বসবাস করতেন। হযরত সৈয়দ খিজির আহমদ রহঃ সাধক পুরুষ ছিলেন। সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।