হযরত সৈয়দ ইসমাইল আলী রহ. সাহেবের ২য় সন্তান হযরত সৈয়দ সফাকত আলী রহ. (মাইজম সাহেব) ছিলেন একজন আলেম, আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক। তিনি হযরত সৈয়দ হোসাইন আহমদ মদনী রহঃ কাছ থেকে খেলাফত লাভ করেন। জমিয়তে ওলামায়ে হিন্দের একনিষ্ঠ কর্মী সৈয়দ সফাকত আলী সাহেব। এলাকায় জমিয়তে তাত্ত্বিক প্রচারণা ছাড়াও দেওবন্দ মাদ্রাসার অনুকরণে ভাড়েরা দরগাহ শরীফের নিকটেই কওমি মাদ্রাসা স্থাপন করতে ব্রতী হন। ইসলামীয়া হসাইনিয়া কওমি মাদরাসা নামীয় মাদরাসা স্থাপন কালে বাংলা ১৩-১০-১৩৬৪ সালের মাদরাসা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার জন্য। উক্ত মাদরাসায় কোরআন শরীফ,আরবী, ফারসি,উর্দু, বাংলা এবং হাদিস শরীফ শিক্ষা দেবার শিক্ষাক্রম হাতে নেয়া হয়।
মাদরাসা কমিটির প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ মরতুজা: (চৌধুরী গাভুরটেকি) এবং সেক্রেটারী ও কোষাধক্ষ্য হিসেবে হযরত মাওলানা সৈয়দ সফাকত আলী দায়িত্ব নেন। সহকারী সেক্রেটারী হিসেবে তার অনুজ সৈয়দ বসারত আলী সাহেবের নাম রয়েছে। কমিটির সদস্যগণ হচ্ছেন সর্ব জনাব- মৌলভী আব্দুল মস্তাকিম আলী,মৌলভী আখলাকুর মুনসি,মোঃ মফিজ উল্লাহ, মুনসি মোহাম্মদ রফিজ উল্লাহ, মোহাম্মদ মুজেফর উল্লাহ ।