ভাড়েরা পীরবাড়ি

ভাড়েরা পীরবাড়ি : মৌলভীবাজার জেলার রাজনগর থানায় অবস্থিত বিখ্যাত কমলারাণীর দিঘীরপাড়ে শায়িত ৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ কুতুব উদ্দিন রহ. এক অধঃস্তন সাধক পুরুষ সৈয়দ ছিদ্দেক আলী রহ. চলে আসেন ভাড়েরা এলাকায়। গ্রামের পশ্চিম-উত্তর প্রান্ত ঘেঁষে গভীর জলাভূমি যুগীবিলের পাড়ে ঘন জঙ্গলে আবৃত হিংস্র বন্যপ্রাণীর আস্তানা চরভুমিতে বসতি গড়ার সিদ্ধান্ত নেন। আধ্যাত্মিক বলে বলিয়ান সৈয়দ ছিদ্দেক আলী রহঃ প্রতিকূল পরিবেশে এখানেই আস্তানা গাড়েন। কালক্রমে এ বাড়ীর পীরবাড়ি নামে খ্যাতিলাভ করে। মাজার হযরত সৈয়দ ছিদ্দেক আলী রহঃ ভাড়েরা পীরবাড়ীর গোড়াপত্তনকারী সাধক পুরুষ। হযরত সৈয়দ ছিফত আলী রহঃ সাধক পুরুষ, আধ্যাত্মিক চিকিৎসক। একবার হজ্ব থেকে ফেরার সময় ‘হাড়কুছিয়ালা’ নামক একটি গাছের চারা সাথে নিয়ে আসেন যা এ দেশে আর কোথাও নেই।  তিনি ইয়েমেন থেকে কটি জীবন্ত পাথর ও নিয়ে আসেন, যেগুলো এখনো মাজারে সংরক্ষিত আছে। পীরবাড়ীরতে শত শত মানসিক ব্যাধিগ্রস্ত লোক আসেন চিকিৎসার জন্য এবং সুস্থ হয়ে ফিরে যান। মরমি গীতিকাররা ভাড়েরা পীরবাড়ী নিয়ে গান লিখেন। ও ভাই কি বলিব বিস্তারিত...

সংক্ষিপ্ত জীবনী